ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

‘প্রয়োজনের আয়োজন’ টিমের উদ্যোগে ত্রাণ বিতরণ

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ও প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে ত্রান বিতরন করে বিশ্ববিদ্যালয় স্বেচ্ছাসেবী সংগঠন “প্রয়োজনের আয়োজন” টিম।

বৃহস্পতিবার (১৪ মে) চট্টগ্রাম নগরীর আসকার দিঘির পাড়কে প্রধান ত্রাণ বিতরণ কেন্দ্র হিসেবে নির্ধারণ করে একই দিনে বিভিন্ন শহর এবং তার বাহিরে বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ কর্মসূচি সম্পন্ন করেছে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।

সারা দেশ যখন লকডাউন পরিস্থিতিতে এক করুণ অবস্থার মুখোমুখি, নিন্মবিত্ত অনেকেই আছেন যারা খুবই কষ্টকর জীবনযাপন করছেন। তাদের পরিবারকে এক সপ্তাহ চলার মতো খাবার এবং স্যানিটাইজার তুলে দিয়ে মানবতার ক্রমধারা বজায় রাখলেন আয়োজনের প্রয়োজন টিম।

সংগঠনের সদস্য, সাখাওয়াত হোসেন সাকিব জানান,করোনার উদ্ভুত পরিস্থিতি মোকাবেলা করার লক্ষ্যে প্রায় ৫০টি বিশ্ববিদ্যালয়ের একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী নিয়ে যাত্রা শুরু করে টিম ‘প্রয়োজনের আয়োজন’। জানা যায়, এটা তাদের ১ম পর্যায়ে ত্রাণ বিতরণ কর্মসূচি। দ্বিতীয় পর্যায়ে ত্রাণ বিতরণ করার লক্ষ্যে অর্থ সংগ্রহ চলমান রয়েছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন