ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শুরু হয়েছে পায়রা বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বাণিজ্যিক উৎপাদন

শুরু হয়েছে পায়রা বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ। প্রথম ইউনিট থেকে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ বাণিজ্যিকভাবে জাতীয় গ্রিডে শুরু হয়েছে এই সরবরাহ। জানা গেছে, কয়লা চালিত আলট্রা সুপার ক্রিটিকাল থার্মাল পাওয়ার প্ল্যান্টের মধ্যে এই কেন্দ্রটি প্রথম বাণিজ্যিকভাবে উৎপাদনে এসেছে।

আজ বৃহস্পতিবার (১৪ মে) বিকাল সাড়ে পাঁচটা থেকে এই বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে।

 

এই ব্যাপারে প্রকল্প পরিচালক শাহ আব্দুল মাওলা জানান, গত একমাস যাবত আমরা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে আসছিলাম। এটাই পিডিবির নিয়ম। আজ সেই টেস্ট রান শেষ হয়েছে। আজ থেকে বাণিজ্যিকভাবে প্রথম ইউনিটের ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ  করা শুরু হলো।

তিনি আরও বলেন, এই কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের কাজও বর্তমানে চলছে। তবে করোনায় দেশের পরিস্থিতির কারনে কাজের গতি অনেকটাই কমে গেছে। আগামী জুন মাসে ৬৬০ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিটটি উৎপাদনে আসার কথা থাকলেও এই পরিস্থিতির কারণে দেরি হয়ে যাবে। আগে চার হাজার শ্রমিক কাজ করতো, কিন্তু সেখানে এখন কাজ করতে পারছে মাত্র দেড় হাজারে শ্রমিক।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন