দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ৪টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার মধ্যে ৪ টি ইউনিয়নে ধানের আর্দ্রতা মাপার যন্ত্র বিতরণ করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার (১৪ মে) ঘোড়াঘাট উপজেলায়, উপজেলা পরিষদের নিজস্ব অর্থায়নে ধানের আর্দ্রতা মাপার যন্ত্র উপজেলা নির্বাহী অফিসার ও মেজিষ্ট্রেট ওয়াহিদা খানম স্ব-স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের হাতে তুলে দে্যা)
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেজিষ্ট্রেট ওয়াহিদা খানম বলেন, জনসেবায় শুরু হয়েছে ধান কাটার কাজ। সরকারি নির্দেশে শুরু হচ্ছে ধান সংগ্রহের কাজ। কৃষক যাতে নিজে এল এস ডি তে সঠিক আর্দ্রতা সম্মৃদ্ধ ধান দিতে পারে সেজন্য উপজেলা পরিষদের অর্থায়নে প্রতিটি ইউনিয়নে আর্দ্রতামাপক যন্ত্র দেওয়া হয়েছে। এই যন্ত্র ইউনিয়ন পরিষদ সংরক্ষণ করবে।
কৃষি অফিসের ব্লক সুপারভাইজাররা কৃষকের ঘরে ঘরে গিয়ে ধানের আর্দ্রতা মেপে দিয়ে আসবে, যেন কোন কৃষক ভাইয়ের এল এস ডি থেকে ধান ফিরিয়ে নিয়ে যেতে না হয় সে কারনে বাড়ি থেকেই তারা যেন সঠিক আর্দ্রতার ধান নিয়ে আসতে পারে। উল্লেখ্য এই যন্ত্র দিয়ে গম এবং ভুট্টার আর্দ্রতাও মাপা যাবে।
আনন্দবাজার/শাহী