ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা প্রতিরোধে শিবালয়ে দিনভর মোবাইল কোর্ট

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বিভিন্ন বাজারে নিষেধাজ্ঞা অমান্য করে আজ(বৃহস্পতিবার) কাপড়ের দোকান, মিষ্টির দোকান খোলা রাখায় ৬ কাপড় ব্যবসায়ীকে ২৬০০০ টাকা এবং মিষ্টির দোকানদারকে ৫০০০ টাকা জরিমানা করা হয়েছে।

বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়ায় এবং প্রাইভেট গাড়ি রাস্তায় বের করায় ৪ জনকে ২০০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা নিয়মমাফিক আদায় করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকির হোসেন।

করোনা বিস্তার ঠেকাতে এবং সামাজিক দুরত্ব নিশ্চিতে শিবালয় উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে । নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, কাঁচা বাজার এবং ঔষধের দোকান ব্যতীত অন্যকোন শপিং মল কিংবা কাপড়ের দোকান খোলা পেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এবিষয়ে শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন বলেন সামাজিক দুরত্ব বজায় রাখতে আমরা জনগণকে উদ্বুদ্ধ করছি।করোনা প্রতিরাধে সকলের সহযোগিতা প্রয়োজন।

উল্লেখ্য শিবালয় উপজেলা প্রশাসন প্রথম থেকেই বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেন। এছাড়া বাজার মূল্য নিয়ন্ত্রণে চালু করেন মোবাইল কোর্ট ও বাজার মনিটরিং।

পাশাপাশি সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে মানুষকে উদ্ভুদ্ধকরণ, করোনা প্রতিরোধে করণীয় বিষয়ে সামাজিক প্রচারণা, স্বল্প আয়ের মানুষের কাছে সরকারের খাদ্য সামগ্রী পৌছে দেয়ার কাজ নিয়মিত করে চলেছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন