ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মেস খালাদের ঈদ উপহার পৌঁছে দিলো সেভ দ্য টুমরো জাককানইবি শাখা

ময়মনসিংহের ত্রিশালে মেস খালাদের ঈদ উপহার পৌঁছে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য টুমরো’র জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার (১৩ মে) বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিভিন্ন শিক্ষার্থী মেসের খালাদের মাঝে এ উপহার পৌঁছে দেয়। উপহার দেয়া প্রতিটি প্যাকেটে ছিল পোলাও চাল, সেমাই, সয়াবিন তেল, পেঁয়াজ, নুডলস, সাবান, পাঁচফোড়ন ও মসলা।

উপহার পৌঁছে দেন সেভ দ্য টুমরো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সারজীল হাসান। তিনি জানান, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সারাবছর যে মায়েরা রান্না করে খাওয়ান, আমরা সেভ দ্য টুমরো পরিবার তাদের কাছে সামান্য কিছু ঈদ উপহার পৌঁছে দিতে সক্ষম হয়েছি।

তবে ঈদ উপহার পৌঁছে দেওয়ার সময় তাদের কাছে তাদের সমস্যার কথা শুনেছি, তারা গত দু’মাস যাবত বেতন পাচ্ছেন না এবং তাতে আর্থিক অসচ্ছলতায় ভুগছেন তারা। দেশের এই সংকটের সময়ে আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো।’

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন