ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা নির্মূল সম্ভব : হুইপ আল মাহমুদ স্বপন

সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চললে করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার সাথে সাথে তা নির্মূল করা সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

আজ বুধবার (১৩ মে) বিকেলে শহরে অবস্থিত জেলা শিল্পকলা একাডেমীতে সাংবাদিকদের নিয়ে জেলার করোনা পরিস্থিতি মোকাবেলা বিষয়ক আয়োজিত “মিট দ্যা প্রেস” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আল মাহমুদ স্বপন বলেন, ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় যারা অবস্থান করছেন তারা করোনাভাইরাস প্রতিরোধে আসন্ন ঈদে যেন কেউ গ্রামের বাড়িতে না আসেন। ঢাকা থেকে অনেক মানুষ পুলিশ-প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জেলায় ঢুকছে। কার শরীরে এই করোনাভাইরাসটি আছে তা আমরা কেউ জানিনা। তাই আমাদের সবাইকে সতর্ক হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকতে হবে।

তিনি বলেন, ধান কাটার জন্য শ্রমিক সঙ্কট সমাধানে তৎপর রয়েছে সরকার। সামাজিক দূরত্ব নিশ্চিত করে শ্রমিকরা ধান কাটতে পারবে। প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্বাস্থ্য বিভাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তত্বাবধানে ধান কাটার এলাকায় স্থানীয় কোন বিদ্যালয় বা ফাঁকা কোন স্থানে নিরাপদ দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে তাদের থাকার ব্যাবস্থা করা হবে। এতে করোনার সংক্রামন ছড়াবে না এবং আমাদের সোনার ফসল ঘরে উঠে আসবে।

সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়ের সঞ্চালনায় জেলায় করোনা পরিস্থিতি নিয়ে সার্বিক তথ্য তুলে ধরে আলোচনা করেছেন, জেলা প্রশাসক জাকির হোসেন, সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির।

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেটসহ জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও), উপজেলা চেয়ারম্যান, মেয়র, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট-ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আনন্দবাজার/ডব্লিউ এস/আর এ

সংবাদটি শেয়ার করুন