অসহায়-দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর আর্টডক এর অন্তর্ভূক্ত ইএমই সেন্টার অ্যান্ড স্কুল কর্তৃক ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় এই ত্রাণ বিতরণ করা হয়।
বুধবার দুপুরে পঞ্চগড় পৌর শহরের পুরাতন ক্যাম্প, রামেরডাঙ্গা ও সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সৈয়দপুর সেনানিবাসের উদ্যমী ২৯ বীরের পক্ষ থেকে ৪০ জন অসহায়-দুস্থের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ২২২ পদাতিক ব্রিগেডের কর্নেল সাবের সুলতান। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন উদ্যমী ২৯ বীরের ক্যাপ্টেন গালিব এবং লেফটেন্যান্ট সাইফুর রহমান সাইফসহ অন্যান্য সেনা সদস্যরা।
উদ্যমী ২৯ বীর গত ২৫ মার্চ থেকে পঞ্চগড় জেলায় করোনা মোকাবেলায় নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। সেই সাথে বিভিন্ন সময় অসহায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ ও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।
আনন্দবাজার/ডব্লিউ এস/এ এস