ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে একই পরিবারের ৮ জন করোনায় আক্রান্ত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একই পরিবারের ৮ জনের করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। আক্রান্ত সবাই নাসিক ৩নং ওয়ার্ডস্থ মোল্লা বাড়ীর বাসিন্দা। এর আগে গত ৬’মে ঐ পরিবারের এক পুরুষ সদস্য মত্যুবরণ করেন। মৃত্যুর একদিন পর তার করোনা প্রতিবেদন পজেটিভ রিপোর্ট।

সংশ্লিষ্ট থানা ও আক্রান্তদের পরিবারের তথ্যমতে, ঐ পরিবারের এক সদস্য গত কয়েকদিন আগে মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে ওই ব্যাক্তির করোনার নমুনা সংগ্রহ করা হয়। পরবর্তীতে তাদের পরিবারের সবাই করোনা পরীক্ষা করায়।

বুধবার (১৩ মে) প্রতিবেদনে পরিবারের ৮ সদস্যে করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে ৩ ও ১১ বছরের দুই শিশু রয়েছে। বাকি ৬ জনের বয়স ২৭-৩৮ বছরের মধ্যে। তারা সবাই কয়েকদিন যাবত বাড়িতে রয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার জানান, আক্রান্তদের সবাই সুস্থ্য আছেন। আমরা সার্বক্ষণিক তাদের সাথে যোগাযোগ রাখছি। তাদের বাড়ি আমরা লকডাউন করেছি। বাড়ির সদস্যদের বাড়ির বাইরে আসতে না করেছি এবং বাইরে থেকেও বাড়িতে কাউকে প্রবেশ করতে নিষেধ করেছি।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন