ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে জীবাণুনাশক স্প্রে করছে যুবসমাজ

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি মাঠে কাজ করছে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রতিষ্ঠান। করোনা প্রতিরোধ সরাঞ্জামও বিলি করছেন অনেকে। নিজ উদ্যোগে জীবাণু ধ্বংসকারী স্প্রেও ছিটাচ্ছেন বিভিন্নস্থানে।

জয়পুরহাটে ‘স্বেচ্ছাসেবী টিম বাপ্পি সবুজনগর’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গত ১৫ দিন ধরে পৌর শহরের সবুজনগর, কুটিরশিল্প, মন্ডলপাড়াসহ বিভিন্ন এলাকায় প্রতিদিন জীবাণুনাশক স্প্রে করে আসছেন। আজ মঙ্গলবার সকালেও তারা জীবাণুনাশক স্প্রে করেছে। সংগঠনটির সব সদস্যই বয়সে তরুণ ও উদ্যোমী। যাদের বেশিরভাগই কলেজ পড়ুয়া ছাত্র।

স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্য তানভীর হাসান জানান, প্রবাসে থাকা এলাকার বড়ভাই মেহেদী বাপ্পি’র সার্বিক সহযোগীতায় দীর্ঘ ১৫ দিন যাবত জীবাণু ধ্বংসকারী স্প্রে করে যাচ্ছি। আমাদের এই উদ্যোগ মূলত মহামারী করোনাভাইরাস থেকে নিজেদের ও সমাজের মানুষদের কিছুটা হলেও করোনার সংক্রামন থেকে বাঁচানোর জন্য। আমাদের এই স্প্রের কার্যক্রম অব্যাহত থাকবে।

ধন্যবাদ জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায় জানান, ‘স্বেচ্ছাসেবী টিম বাপ্পি সবুজনগর’ নামে স্বেচ্ছাসেবী সংগঠনটি যে কাজ করছে তা অতি প্রশংসনীয়। প্রশাসনের পাশাপাশি এইসব তরুন যুবকরা এগিয়ে আসলে করোনা থেকে আমরা খুব শিঘ্রই মুক্তি পাবো।

‘স্বেচ্ছাসেবী টিম বাপ্পি সবুজনগর’ নামের সংগঠনের তাসকিন রহমান, কাজল হোসেন, মুরাদ উল মস্তাকিম, রনি মন্ডল, মুকিত শেখ, তানভির হাসান, আবিদ মাহামুদ অভি, জুনিয়র নাবিল বিল্লাহ, ফাহিম হাসান, ইস্তিয়াক আহমেদ, তামজিদ আজহা দিপ্ত, আলী রেজুয়ান নিবির, আবু ইউসুফ সাকিবসহ অন্যরা গত পনেরদিন ধরে করোনা প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে করে যাচ্ছেন।

আনন্দবাজার/ডব্লিউ এস/আর এ

সংবাদটি শেয়ার করুন