পিরোজপুরের স্বরূপকাঠিতে বেসরকারী এনজিও আশা’র পক্ষ থেকে দুইশো পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্তরে ওই ত্রাণ সামগ্রী উপজেলা নির্বাহী অফিসার সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু’র কাছে হস্তান্তর করেন আশা’র আঞ্চলিক ব্যবস্থাপক দীপক কুমার চক্রবর্তী।
উপজেলা নির্বাহী অফিসার সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, স্বরূপকাঠি শাখা ব্যবস্থাপক আব্দুল মালেক, এনজিও কর্মকর্তা শরীফ আল মাহাবুব, মনি শংকর মন্ডল, সহকারী ব্যবস্থাপক আনোয়ার হোসেন এবং উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা শামসুল আলমের উপস্থিতিতে বিভিন্ন শ্রেণী পেশার দরিদ্র মানুষের মধ্যে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
আশা’র আঞ্চলিক ব্যবস্থাপক দীপক কুমার চক্রবর্তী জানান, আশা’র পক্ষ থেকে পিরোজপুর জেলা প্রশাসকের কাছে পাঁচ শত পরিবারের জন্য ও জেলার প্রতিটি উপজেলায় দুই শত পরিবারের জন্য করে সর্বমোট ১৯ শত পরিবারের ত্রাণ সামগ্রী স্ব স্ব উপজেলার নির্বাহী অফিসারে কাছে হস্তান্তর করা হয়। প্রতি প্যাকেটে ত্রান সামগ্রীর মধ্যে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবন দেওয়া হয়েছে।
আনন্দবাজার/ডব্লিউ এস/এম আর