ঢাকা | বুধবার
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে আরও ৬৫ জন করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডি, সিভাসু, চমেক ও কক্সবাজারে ৩৯৫ জনের নমুনা পরীক্ষা করে ৬৫ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৩ জনে।

আজ সোমবার (১১ মে) রাত ১১টায় বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শেষে এসব তথ্য জানান চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।

চট্টগ্রাম বিআইটিআইডি তে ২৩৪ টি নমুনা পরীক্ষা করে ৩৯টি পজিটিভ। মহানগর’সহ চট্টগ্রামে ৩১টি। মহানগর ১৭ এবং উপজেলায় ১৪ জন এবং ভিন্ন জেলায় ৮ টি।

চট্টগ্রামে ৩১টি পজিটিভের মধ্যে পটিয়া উপজেলায় ১১ জন। পটিয়া পৌরসভা ১জন, কাগজীপাড়া ১জন, কমলমুন্সীরহাট ৯জন, সাতকানিয়া ৩জন।

মহানগরীর ১৭টির মধ্যে গ্রীনভিউ সোসাইটি ১জন, কর্নেলহাট ১জন, নোয়াপাড়া পাহাড়তলী ১জন, বাঁচা মিয়া রোড ১জন, পশ্চিম বাঘঘোনা-লালখান বাজার ১জন, নয়াবাজার মৌসুমি ১জন, আকবরশাহ ১জন, চকবাজার ১জন, পশ্চিম নাসিরাবাদ ১জন, পাঁচলাইশ ১জন, ফিল্ড হাসপাতাল ১জন, দামপাড়া পুলিশ লাইন ১জন, নন্দন কানন ১জন, ছোটপুল (আগ্রাবাদ) ১জন, আগ্রাবাদ ২জন, সিএমসিএইচ ১জন। বাকী ১৯৫ টি নেগেটিভ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে চট্টগ্রামে ১৫ টি পজিটিভ। এরমধ্যে পটিয়া উপজেলায় ১জন, সীতাকুন্ড (ফকিরহাট) ১জন ও মহানগর ১৩জন।

এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রাম জেলার ১২টি নমুনা পরীক্ষায় ১ টি পজিটিভ। সে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার বাসিন্দা।

আনন্দবাজারা/শাহী

সংবাদটি শেয়ার করুন