ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ছালছাবিল পরিবহণের অর্ধশত কর্মীকে উপহার দিলো নিসআ

সারাদেশ ব্যাপী চলছে মহামারি করোনার প্রকোপ। প্রাণঘাতী করোনার সংক্রমণে পরিবহন শ্রমিকদের কর্মহীন হয়ে মানবেতর জীবন-যাপন করা প্রায় অর্ধশত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)।

আজ সোমবার (১১ মে) দুপুর ৩ টায় রাজধানীর বাসাবোতে ছালছাবিল বাস এর পরিবহন শ্রমিকদের সহয়তার উদ্দেশ্যে এই কর্মসূচি পরিচালনা করে নিসআ-র সদস্যরা।

মহামারি করোনার সংক্রমণে দেশের প্রায় সত্তর লক্ষ পরিবহন শ্রমিক আজ বেকার হয়ে বসে আছে। মালিকরা নিচ্ছেনা কোনো খোঁজ। যাচ্ছেনা কোনো সরকারী সহযোগীতা। এমন অবস্থায় নিরাপদ সড়ক নিয়ে শিক্ষার্থীদের গঠিত সংগঠন নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) ক্ষুদ্র প্রচেষ্টায় দাঁড়িয়েছে ছালছাবিল পরিবহনের অর্ধ শতাধিক পরিবহন শ্রমিকের পরিবারের পাশে।

করোনা সংকট শুরু হওয়ার পর থেকেই নিসআ চেষ্টা করে যাচ্ছে এই দুর্যোগে অসহায় পরিবার গুলোর পাশে দাড়াতে। সড়কের অভিযাত্রী পরিবহণ শ্রমিকদের পাশে দাড়াতে।

উল্লেখ্য, নিসআর উদ্যোগে বর্তমান দূর্যোগকালীন অবস্থায় ইতোমধ্যে বিভিন্ন শুভাকাঙ্ক্ষী দের সহয়তায় দেশের ৮ টি বিভাগের ১৩ টি জেলায় প্রায় ২৬০ এর অধিক অসহায় পরিবারকে সহয়তা হিসেবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে, যাদের বেশিরভাগই পরিবহন শ্রমিক।

নিসআর আহব্বায়ক মোস্তফা রিজওয়ান রাহাত বলেন, আমাদের কাছে প্রতিনিয়ত অসহায় মানুষদের প্রচুর আকুতি আসছে। কিন্তু আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাদের পাশে দাড়াতে। সমাজের বিত্তবানদের প্রতি আমাদের অনুরোধ আমাদেরকে সহযোগীতা করুন। আপনার পাঠানো অনুদান পৌছে যাবে শ্রমিকদের ঘরে ঘরে।

অনুদান পাঠাতে পারেন- বিকাশ: ০১৬১১ ৩৩৬ ২০৭ (পার্সোনাল); ০১৬১১ ৬৩৮ ০৪৩ (পার্সোনাল), রকেট: ০১৫২১ ৩৩৬ ২০৭-২, নগদ: ০১৫২১ ৩৩৬ ২০৭, ব্যাংক: ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড(অ্যাকাউন্ট নাম্বার: 70175 1867 4534), পেপাল: paypal.me/mrrezwoan

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন