ঢাকা | রবিবার
১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা উপসর্গে ছেলের মৃত্যু, শোক সইতে না পেরে চলে গেলেন বাবাও

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে করোনা উপসর্গে রিমন সাউদ (২৪) নামে ছেলের মৃত্যুর খবর শুনে ১ঘন্টা পর হার্ট অ্যাটাকে বাবা হাজী ইয়ার হোসেনও (৬০) মৃত্যুকোলে ঢলে পড়েছেন। সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডস্থ সরদারপাড়া (আজীবপুর) এলাকায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় ঐ এলাকার রাস্তায় বাঁশ দিয়ে সকল ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে স্থানীয়রা।

জ্বর, কাশি ও শ্বাসকষ্ট থাকায় নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও তাঁদের রিপোর্ট আসেনি বলে পরিবার সূত্রে জানা গেছে।

মৃত রিমনের চাচাতো ভাই মাসুম সাউদ ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের দেশে কোন চিকিৎসা ব্যবস্থা নেই। ভোর রাত ৩টার দিকে অসুস্থ্যবোধ করলে আমার চাচাতো ভাই রিমন সাউদ নিজ বাড়ির ২য় তলা থেকে পায়ে হেটে গাড়িতে উঠে। পরে ঢাকার বিভিন্ন হাসপাতলে নিয়ে যাই কিন্তু করোনার উপসর্গ জ্বর, কাশি ও শ্বাসকষ্ট থাকার কারণে কোন হাসপাতালে ভর্তি নেয় নাই। পরে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর ৬ টার দিকে সেখানেই তার মৃত্যু হয়।

এদিকে ছেলে মৃত্যুর শোক সইতে না পেরে হার্ট অ্যাটাকে করেন বাবা হাজী ইয়ার হোসেন। তাঁকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর ৭টার দিকে মৃত্যুবরণ করেন। তিনি সিদ্ধিরগঞ্জের একটি মসজিদ কমিটির সভাপতি ছিলেন বলে জানা যায়।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন