ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সৈয়দপুরে করোনায় আক্রান্ত পাঁচ মাসের শিশু

সৈয়দপুরে করোনায় আক্রান্ত হয়েছে পাঁচ মাসের একটি শিশু। নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের নতুন বাবুপাড়ায় ঐ শিশু ও তার মায়ের করোনা পজিটিভ এসেছে। ছোট শিশুর কথা চিন্তা করে তাদের নিজ বাসাতেই আইসোলেশনে রাখা হয়েছে।

এর আগে গত ৫ মে ওই শিশুর বাবা ইসলামী ব্যাংক সৈয়দপুর শাখার নৈশপ্রহরী বাহাদুর সরদারের করোনা পজিটিভ পাওয়া যায়। এরপর থেকে ওই বাসাসহ আশপাশের ১৩টি বাড়ি লকডাউন রয়েছে। এ নিয়ে ব্যাংকটির ৯ কর্মকর্তা ও দুইজনের পরিবারের ৫জনসহ মোট ১৪ জনের করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাসিম আহমেদ জানান, ছোট শিশুর কথা চিন্তা করে তাকে হাসপাতালে না নিয়ে হাসপাতালের যাবতীয় চিকিৎসা বাসাতেই যেনো হয় সেই ব্যবস্থা করা হয়েছে। মা ও সন্তানকে বাসার একটি রুমেই চিকিৎসা প্রদান করা হবে বলে।

এদিকে সৈয়দপুর ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শাখা ব্যবস্থাপকসহ আরও মোট নয়জন কর্মকর্তা-কর্মচারীর করোনা পজেটিভ এসেছে। এর মধ্যে করোনায় আক্রান্ত তিনজনের মধ্যে সৈয়দপুর শহরে বসবাসকারী দু’জনকে গত ৫ মে রাতে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। শহরের শহীদ ডাঃ বদিউজ্জামান সড়কের ৮টি বাড়িতে থাকা ১৩ পরিবারকে লকডাউন করা হয়েছে। সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকারের উপস্থিতিতে ওই বাড়িগুলো লকডাউন করা হয়।

আনন্দবাজার/ডব্লিউ এস/এস এ 

সংবাদটি শেয়ার করুন