ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনার নতুন হটস্পট রাঙ্গুনিয়া

সম্প্রতি চট্টগ্রাম উত্তরজেলায় করোনার নতুন হটস্পটে পরিণত হয়েছে রাঙ্গুনিয়া। ১দিনেই রাঙ্গুনিয়ায় শনাক্ত হয়েছে ১০ করোনা রোগী। এমন অবস্থায় রাঙ্গুনিয়া করোনার নতুন হটস্পট হলেও সংক্রমণ রোধে এখনো রাঙ্গুনিয়াকে লকডাউন ঘোষনা করা হয়নি। কেবলমাত্র ১টি ভবনকে লকডাউন করেছে উপজেলা প্রসাশন। বর্তমানে পুরো উপজেলার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এদিকে, অন্যান্য উপজেলার তুলনায় রাঙ্গুনিয়ায় হঠাৎ ১ দিনে ১০ জনের করোনাভাইরাস ধরা পড়ার পেছনে কারণ খোঁজে বেড়াচ্ছেন সবাই।

রাঙ্গুনিয়ায় করোনায় আক্রান্ত ১০ জনের মধ্যে ৮ জনই উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্য। বাকি ২ জনের মধ্যে ১ জন পৌরসভার দ‌ক্ষিণ নোয়াগাঁও এলাকার ও সৈয়দবা‌ড়ীর ১ জন।

রবিবার (১০ মে) দুপুরে রাঙ্গুনিয়ায় ১০ জনের কারোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিব পালিত।

তিনি জানান, ‘গত ৩ মে ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে বিআইটিআইডিতে ১৮ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। রবিবার সকালে বিআইটিআইডি কর্তৃপক্ষ আমাদেরকে জানান, ১৮টি নমুনা পরীক্ষা করে ১০ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে।’

তিনি আরও জানান, ‘এদের মধ্যে ১ জন সরকারি কর্মকর্তার স্ত্রী, ১ জন ২ বছরের মেয়েসহ ৬ উপজেলার সরকারি কর্মকর্তা। বাকিদের মধ্যে পৌরসভার দ‌ক্ষিণ নোয়াগাঁও এলাকার ১ জন, সৈয়দবা‌ড়ীর ১ জন। আক্রান্তদের কারো কোনো করোনা উপসর্গ নেই। তাই তারা নিজ নিজ বাড়িতেই আইসোলেশনে থাকবেন।’

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন