বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাস পরিস্থিতিতে ঝিনাইদহের শৈলকুপায় এক হতদরিদ্র কৃষকের পাকাধান কেটে দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা।
রোববার (১০ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কাশিমপুর গ্রামের আব্দুস সালাম নামে এক কৃষকের ১ বিঘা জমির পাকা ধান কেটে বাড়িতে পৌছে
দেন তারা।
এদিকে, ধান কাটায় অংশগ্রহণ করেন, ইবি ক্যাম্পাস ছাত্রলীগের সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য নাসিম আহমেদ জয়, মেহেদী হাসান, হাফিজ, বাঁধন, তরুণ, নাবিল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইবি ছাত্রলীগ সাধারন সম্পাদক জানান ‘প্রধানমন্ত্রীর নির্দেশে এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য দাদার অনুপ্রেরণায় দরিদ্র কৃষক আব্দুস সালাম এর ১ বিঘা জমির পাকা ধান কেটে দিয়েছি। এরকম ধান কাটার কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কৃষক আব্দুস সালাম জানান, করোনা ভাইরাস দূর্যোগে শ্রমিক সংকটে ধান কাটার লোক না পাওয়ায় বৃষ্টিতে ধান নষ্ট হচ্ছে এমন সংবাদে ইবি ছাত্রলীগ কর্মী জয় নেতাকর্মীদের ডেকে নিয়ে এসে বিন্যামূল্যে ১ বিঘা জমির পাকা ধান কেটে দেন তারা। এতে আমি অনেক খুশী।
আনন্দবাজার/শাহী