ঢাকা | বৃহস্পতিবার
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সীমিত আকারে শুরু এনজিও’র কার্যক্রম

এনজিও অথবা ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোকে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে এবং নতুন করে বেশ কিছু নির্দেশনা দিয়ে এখন থেকে তাদের প্রাতিষ্ঠানিক কার্যক্রম সীমিত আকারে পরিচালনার অনুমতি দেয়া হয়েছে।

গত শনিবার (৯ মে) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে দেশের সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণপ্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে ক্ষুদ্র ঋণপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি।

প্রজ্ঞাপনে উল্লেখ আছে, অত্র অথরিটির গত ২৫ মার্চের সার্কুলারের অনুবৃত্তিক্রমে জানানো যাচ্ছে যে, নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব এবং পরবর্তীতে এর প্রসাররোধে প্রযোজ্য নির্দেশনাবলি অনুসরণের কারণে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ন্যায় আপনাদের ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানসমূহের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায়ও সাময়িকভাবে বিঘ্ন ঘটছে মর্মে প্রতীয়মান হয়।

সরকার ঘোষিত স্বাস্থ্যবিধির নির্দেশাবলি যথাযথরুপে অনুসরণসহ নিম্নোক্ত নির্দেশনাবলি পরিপালনের শর্তে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানসমূহ সীমিত আকারে কার্যক্রম পরিচালনা করতে পারবে।

১. নভেল করোনাভাইরাস রোগের প্রসার রোধে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত নির্দেশাবলি দাফতরিক প্রতিটি ক্ষেত্রে কঠোরভাবে অনুসরণ করতে হবে।

২. কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ক্ষুদ্রঋণ কার্যক্রম ব্যতীত দর্শনার্থী বা সাক্ষাৎ প্রার্থীদের অফিসে আগমন রোধ এবং নিজস্ব কর্মকর্তা-কর্মচারীসহ অফিসে উপস্থিত সকলের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে হবে।

৩. সেক্টরে প্রচলিত সমিতির সভা পরিহার করে ২ নং ক্রমিকে বর্ণিত পদ্ধতি অনুসরণের পাশাপাশি যথাসম্ভব প্রযুক্তির সাহায্যে গ্রাহক পর্যায়ে সেবা প্রদান করতে হবে।

৪. নির্ধারিত সময়ের আগে বা পরে অফিসে অবস্থান না করা এবং একই সময়ে প্রয়োজনের তুলনায় বেশি কর্মী অফিসে উপস্থিত থাকা হতে বিরত থাকতে হবে।

৫. অফিস এবং অফিসে উপস্থিত সকল কর্মীকে জীবাণুমুক্ত রাখার পদক্ষেপ গ্রহণ করতে হবে।

৬. মহানগর, জেলা ও উপজেলা প্রশাসন কর্তৃক লকডাউন ঘোষণাকৃত এলাকার সংশ্লিষ্ট প্রশাসনের সাথে আলোচনা সাপেক্ষে উক্ত এলাকায় কার্যক্রম পরিচালনা করতে হবে। এবং

৭. সরকার কর্তৃক সময়ে সময়ে ঘোষিত সংশ্লিষ্ট অন্যান্য নির্দেশনাবলি অনুসরণ করতে হবে।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন