ঢাকা | বুধবার
১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ সুনামগঞ্জে সংঘর্ষের ঘটনায় আটক ৯ 

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও-এ দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ৯ জনকে আটক করেছে থানা পুলিশ।  গত রাত (৮মে) ৮টা থেকে ১১টার মধ্যে অভিযান চালিয়ে সংঘর্ষের সাথে জড়িত সন্দেহে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মিজানুর রহমানের পক্ষের খালপাড় গ্রামের মছরু মিয়া ছেলে ছলিব নূর বাচ্ছু (৪৭), আবদুর রহমানের ছেলে আবুল খয়ের (৫০), মিজানুর রহমানের ছেলে ছাদিকুর রহমান (২৯), আবদুস সত্তারের ছেলে সুজায়ের রহমান (৪০), রাশেদ আহমদ (৩২), পারভেজ আহমদ লিটুর ছেলে মো. আবদুল্লাহ্ আল সাঈদ (১৯) ও আছিন উল্লাহর ছেলে মো. জহিরুল ইসলাম জহির (৪৬)।

অপরদিকে, মতিবুর রহমানের ছেলে মুহিবুর রহমানের পক্ষে আটককৃত ২জন হলো- মৃত জমির উদ্দিনের ছেলে সৈয়দুল ইসলাম (৩৪) ও নজরুল ইসলামের ছেলে ইউনূছ আহমদ। গ্রেফতারকৃত সকলকেই শনিবার (৯মে) সকালে আদালতে পাঠিয়েছে দক্ষিণ সুনামগঞ্জ পুলিশ।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে অভিযান চালায় পুলিশ। রাত প্রায় ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে উভয়পক্ষের ৯জনকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা। গ্রেফতারকৃতদের মধ্যে মেম্বার মিজানুর রহমান মিজানের পক্ষের ৭ ও মুহিবুর রহমানের পক্ষের ২জন।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘পুলিশ অভিযান চালিয়ে ঘটনার দিন রাতেই উভয়পক্ষের ৯জনকে আটক করা হয়েছে। আজ সকালে তাদের সবাইকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

আনন্দবাজার/রনি/নাহিদ

সংবাদটি শেয়ার করুন