চট্টগ্রামের হালদা নদীর পাড় থেকে জবাইকৃত একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ছায়ারচর থেকে ডলফিনটি উদ্ধার করা হয়। ডলফিনটির শরীরের একাধিক কাটা চিহ্ন রয়েছে। উদ্ধারকৃত ডলফিনের ওজন ৫৪ কেজি এবং দৈর্ঘ্য ৫ ফুট ২ ইঞ্চি।
হালদা নদী গবেষণা কেন্দ্রের সমন্বয়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনজুরুল কিবরিয়া বলেন, উদ্ধার ডলফিনের মাথার বরাবর আড়াআড়িভাবে এবং ঘাড় থেকে লেজ পর্যন্ত কাটা হয়েছে। ধারণা করা হচ্ছে জালে আটকা পরলে জেলেরা ডলফিনটি ডাঙায় তুলে কেটে ফেলে এবং পেট থেকে চর্বি সংগ্রহের চেষ্টা করে।
তিনি আরও বলেন, এর আগে যেসব মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে সেগুলোর গায়ে আঘাতের চিহ্ন থাকলেও এভাবে হত্যা করা হয়নি। ডলফিন বিপন্ন প্রাণী এবং অত্যন্ত সংবেদনশীল। এই প্রাণীগুলো আছে বলে হালদাকে জীবন্ত মনে হয়। কিন্তু এবারের ঘটনা হালদার ডলফিনের জন্য অশনি সংকেত।
হালদা নদী গবেষণা কেন্দ্রের তথ্যানুযায়ী, এই পর্যন্ত ২৪টি মৃত ডলফিন হালদা নদী থেকে উদ্ধার করা হয়েছে। এর আগে গত ২১ মার্চ হালদা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়।
আনন্দবাজার/শহক