নভেল করোনাভাইরাসের প্রকোপে দেশে চলছে সরকার অঘোষিত লকডাউন। এই সংকটময় পরিস্থিতিতে অসহায় জীবনযাপন করছে এক শ্রেনীর মানুষ। তাদেরই পাশে দাঁড়াতে ফেনীতে কয়েকজন তরুণ শিক্ষার্থী মিলে গঠন করেছে ‘হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন। করোনা পরিস্থিতিতে অসহায় নিম্নবিত্ত ও মধ্যবিত্তের ঘরে খাবার পৌঁছে দিচ্ছে এই সংগঠনটি।
নদী থেকে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে আগেই ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে ফেনীর সোনাগাজী উপজেলার মানুষের স্বাভাবিক জীবনযাপন। এরমধ্যে আবার করোনা তান্ডব। সবমিলিয়ে মানবেতর জীবনযাপন করছে সোনাগাজী উপজেলার প্রত্যন্ত এলাকার মানুষ। এইসব অসহায় মানুষদের মুখে খাবার তুলে দিচ্ছে ‘হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এর সেচ্ছা সেবকরা।
গত ২ এপ্রিল ১৪০টি পরিবারকে ১০ দিন চলার মতো নিত্যপ্রয়োজনীয় জিনিস পৌঁছে দেয় সংগঠনটি। এবং ২৯ এপ্রিল সোনাগাজী পৌরসভার বিভিন্ন এলাকায় শ্রমজীবী ও কর্মহীন মানুষদের মাঝে ১৫০ প্যাকেট ইফতার বিতরণ করে সংগঠটি। এছাড়া আজ শুক্রবার সোনাগাজীর প্রত্যন্ত অঞ্চলের ৫০টি পরিবারকে আগামী ১৫ দিনের ইফতার এবং সেমাই,চিনি পৌঁছে দেয় এই সংগঠনটি।
এ ব্যাপারে ‘হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’-এর প্রতিষ্টাতা মুন্না চন্দ্র দাশ বলেন, এর মধ্যেই সমাজের কিছু গণ্যমান্য ব্যক্তি এবং কিছু প্রবাসী ভাই এগিয়ে এসেছেন। এতে করে আমাদের সংগঠনটি আরও বৃহৎ আকারে কাজ করার অনুপ্রেরণা পাচ্ছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত আমাদের কার্যক্রম চলতে থাকবে। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে চেষ্টা করব।
আনন্দবাজার/ টি এস পি