মরণঘাতী করোনাভাইরাস এর সংক্রমন রোধে কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে দ্বিতীয় বারের মতো খাদ্য সামগ্রী বিতরণ করেছে কাজলা সমাজসেবা উন্নয়ন সংঘ। শুক্রবার দুপুরে নগরীর বিভিন্ন এলাকার প্রায় অর্ধশতাধীক কর্মহীন, দরিদ্র ও অসহায় পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন সংগঠনটির নেতৃবৃন্দ।
মরণঘাতী নভেল করোনাভাইরাসের কারণে বিপাকে পড়েছেন দেশের সর্বস্তরের মানুষ। তবে এর কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মধ্যবিত্ত, নিম্নবিত্ত, দরিদ্র ও অসহায় মানুষেরা। তাদের কথা চিন্তা করেই ‘কাজলা সমাজসেবা উন্নয়ন সংঘ’ বিত্তবানদের সহযোগিতায় অর্ধশতাধীক কর্মহীন, দরিদ্র ও অসহায় ব্যক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
কাজলা সমাজসেবা উন্নয়ন সংঘের নেতৃবৃন্দ বলেন, আমরা আমাদের নিজ উদ্যোগে এবং পাঁচজন বিত্তবান ব্যাক্তির সহযোগিতা নিয়ে নগরীর বিভিন্ন এলাকার অর্ধশতাধীক মধ্যবিত্ত, নিম্নবিত্ত, কর্মহীন, দরিদ্র ও অসহায় ব্যাক্তিদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছি। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে পোলাও চাল, সেমাই, চিনি, খেজুর ও মুড়ি।
অসহায়দের খাদ্য বিতরণে সহযোগিতা করার জন্য ১ বিজিবি রাজশাহী ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোঃ আসিফ বুলবুল, রাজশাহী মহানগর আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল আলম বেন্টু, ব্যবসায়ী হারুন অর রশিদ, হালিম ও টিটুকে অসংখ্যা ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া বিত্তবানদের মানবসেবায় এগিয়ে আসার অনুরোধ জানান সংগঠনের নেতৃবৃন্দ।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য আব্দুল্লাহ আল মুরাদ, ফটো সাংবাদিক মোঃ শামীম, আমজাদ আলী রসুল, সোহরাব হোসেন জুয়েল, ইসমাইল হোসেন ও বিশাল প্রমূখ।
আনন্দবাজার/ডব্লিউ এস/এস আই