বাংলাদেশ একটি খাদ্য ঘাটতির দেশ ছিল, সেই খাদ্য ঘাটতির দেশকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার গতিশীল নেতৃত্ব, সময়োপযোগী পদক্ষেপ ও সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার মাধ্যমে খাদ্যে উদ্বৃত্তের দেশে রূপান্তর করেছেন।
শুক্রবার (৮ মে) দুপুরে রাঙ্গুনিয়া উপজেলা মিলনায়তনে প্রান্তিক কৃষকের মাঝে সবজি বীজ, রিপার মেশিন বিতরণ উপলক্ষে সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাসের কারণে পৃথিবী স্তব্ধ হয়ে গেছে। সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে গেছে। বৈশ্বিক এই দূর্যোগের কারণে পৃথিবীতে খাদ্যাভাব দেখা দিতে পারে। তাই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শুরু থেকেই জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন, আমরা যেন এক ইঞ্চি জায়গাও অনাবাদি না রাখি। সেই লক্ষ্য নিয়েই সমগ্র বাংলাদেশে সরকার কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ কীটনাশকসহ নানা ধরণের কৃষি যন্ত্র ভর্তুকিতে বিতরণ করছে। আমাদের খাদ্য উৎপাদন বাড়াতে হবে।
তিনি আরও বলেন,’চট্টগ্রামের শস্যভান্ডার খ্যাত তথা দেশের দ্বিতীয় বৃহত্তম বিল রাঙ্গুনিয়া গুমাই বিল। এই বিলসহ রাঙ্গুনিয়ার বিভিন্ন বিলে প্রচুর শাক-সবজির প্রচুর ফলন উৎপাদন হয়। তাছাড়া আমাদের জমিতে তিনবার ফসল হয়। কোন কোন জমিতে চার ফসলও আবাদ হয়। সেজন্য কৃষকদের মাঝে নানা ধরণের সবজি বীজ বিতরণ করেছি। যাতে তারা শাক সবজি ফলাতে পারেন। কোন কৃষক যাতে কোন জমি অনাবাদি না রাখেন। প্রত্যেকে প্রত্যেককে যেন উদ্বুদ্ধ করার মাধ্যমে কৃষিতে উৎপাদন বাড়ানো যায় এবং নিজেদের জমিও যাতে অনাবাদি না থাকে সেই উদ্যোগ নিতে হবে।’
রাঙ্গনিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আক্তার বলেন, ‘চলতি বোরো ধান কাটার জন্য ২টি রিপার মেশিন যাহার প্রতিটির মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা। সরকার প্রতিটি মেশিনে ৫০% ভর্তুকি দিয়ে কৃষকের কাছ থেকে ৯০ হাজার টাকায় মেশিন বিতরণ করেছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাঙ্গুনিয়া থানা ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা কারিমা আক্তার, পৌরমেয়র আলহাজ্ব মোঃ শাহজাহান সিকদার, উপজেলা ভাইস-চেয়ারম্যান শফিকুল ইসলাম আ’ লীগের সহসভাপতি আব্দুল মোনাফ, সেক্রেটারি ইঞ্জি: শামসুল আলম তাং, আ’ লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরুল করিম রাশেদ, চেয়ারম্যান মোঃ নূর উল্লাহ, উপজেলা ত্রাণ বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী, ইদ্রিস মিয়া,ভাস্কর সাহা, মো: সেলিম, আবু তাহের ও নাছির উদ্দিন রিয়াজ প্রমূখ।
এর আগে বেলা ১০ টায় উপজেলার মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ের মাঠে তথ্যমন্ত্রীর পারিবারিক প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনা পরিস্তিতিতে কর্মহীন হয়ে পড়া উপজেলার ৫ শতাধিক দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ড. হাছান মাহমুদ।
আনন্দবাজার/শাহী