ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

হাটহাজারীতে বিনামূল্যে ভ্রাম্যমাণ সবজি বাজার

হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকার রেলস্টেশনে আয়-কর্মহীন, নিম্নবিত্ত পরিবারের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার (৮ই মে) সকাল ৯ টা ৩০ মি. থেকে ১১ টা পর্যন্ত ৩য় ধাপে এই কার্যক্রম শুরু করেন মানবতার সবজি বাজার নামক বিনামূল্যে সবজি বিতরণের উদ্যোক্তা ও হাটহাজারী ব্লাড ব্যাংকে সম্মানিত কার্যনির্বাহী সদস্য এবং উদীয়মান সমাজকর্মী জনাব মুহাম্মদ আব্দুল হাকিম।

বিতরণকৃত সবজি হল- বরবটি, কচুর লতি, মিষ্টি কুমড়া, কেয়ার ফল, পুঁইশাক, লাউ শাক, কলমিশাক, পাটশাক ইত্যাদি। জনপ্রতি পছন্দ অনুযায়ী সর্বোচ্চ ২ কেজি করে সবজি দেয়া হয়।

জানা যায়, প্রান্তিক চাষীদের কাছ থেকে ন্যায্য মূল্যে সবজি ক্রয় করা হয় এবং তা সামাজিক দূরত্ব বজায় রেখেই প্রতি শুক্রবার সপ্তাহে একদিন বিনামূল্যে বিতরণ করা হয়। পূূূূর্বের ন্যায় আজও প্রায় ৩ ফুট দূরত্বে দড়ি বেঁধে চারটি লাইনে বিভক্ত করে সবজি বিতরণ কার্য সম্পাদন করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মানবতার কাজ আমার নেশায় পরিণত হয়েছে। যেটা আমি মুখের ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি সব সময় মানুষের কল্যাণে কাজ করেছি। মানুষের জন্য কিছু করতে পারলে আমি তৃপ্তি পায়। আমি বিনামূল্যে সবজি বিতরণের উদ্যোগ নিয়েছি এবং আজ ৩য় ধাপে তা বিতরণ করতে সক্ষম হয়েছি। এর আগেও আমরা দুই বার সবজি বিতরণ করেছিলাম।

এই ব্যতিক্রমী উদ্যোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, করোনা মহামারীতে যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে এসেছে। সবাই চাল, ডাল,তেল ইত্যাদি দিচ্ছে আমি চেয়েছি ভিন্নভাবে মানুষের চাহিদা পূরণ করতে। তাই আমার ব্যতিক্রম ধর্মী উদ্যোগ।

কারো সহযোগীতা আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, শুরু থেকেই আমাকে সহযোগীতা করে যাচ্ছে আমার এলাকার কুয়েত প্রবাসী মুহাম্মদ হোসেন এবং ৩য় ধাপে সবজি বিতরণ কার্যক্রম সচল রাখার জন্যে সহযোগীতার হাত বাড়িয়ে দেন কাতার প্রবাসী নুর উদ্দিন এবং ওমান থেকে মুহাম্মদ জনি।

তিনি আরো বলেন, যারা আমার কার্যক্রম সচল রাখার জন্যে পরামর্শ দিয়েছেন ও আর্থিকভাবে সহযোগীতা করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদের প্রবাসী জীবন সুখময় হোক সফলতা লাভ করুক এই কামনা করি।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন