কিছু অসাধু ব্যবসায়ী করোনা ভাইরাস আর রমজান মাসকে পুঁজি করে ভোক্তার সঙ্গে প্রতারণা করছে। এসব অসাধু ব্যবসায়ী ওজনে কম দেয়া ও নিত্যপণ্যের মূল্য প্রদর্শন না করে বেশি দামে পণ্য বিক্রি করছিল। সারাদেশে ৯২টি পাইকারি ও খুচরা বাজারের ১৯৩ প্রতিষ্ঠানকে এসব অপরাধে জরিমানা করা হয়েছে।
৭ মে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন জেলায় অভিযান করে এসব জরিমানা করেছেন।
অধিদফতরের পক্ষ জানিয়েছে, প্রানঘাতী করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ও পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল এবং সহনীয় রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজধানীসহ সারাদেশে ৯২টি বাজারে (পাইকারি ও খুচরা) তদারকিমূলক অভিযান চালিয়েছে। অভিযানে ১৯৩ প্রতিষ্ঠানকে ৫ লাখ ১০ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
আনন্দবাজার/এস.কে