জয়পুরহাটে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্টাফসহ চারজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। বুধবার রাতে সিভিল সার্জন এতথ্য নিশ্চিত করেন।
জয়পুরহাট জেলা সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা জানান, জেলায় সন্দেহজনক ব্যাক্তিদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে ঢাকা ও বগুড়ায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো এবং এখনো হচ্ছে। তাঁর মধ্য থেকে জেলায় বুধবার রাতে ১৮০ টি নমুনার ফলাফল এসেছে সেখানে ১৭৬ জনের রিপোর্ট নেগেটিভ এবং ৪ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।
করোনায় আক্রান্ত সনাক্ত হওয়া চার জনের মধ্যে কালাই উপজেলার দুই জন, সদর ও আক্কেলপুর উপজেলার একজন একজন করে মোট দুই জন। রাতেই চার জনকে আক্কেলপুরের গোপিনাথপুর ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজিতে স্থাপিত আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে।
করোনা সনাক্ত হওয়া ব্যাক্তিরা হলেন, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ ও পৌর শহরের কাজীপাড়া গ্রামের এক জন, অপরজন আকন্দপাড়া গ্রামের পূর্বে শনাক্ত হওয়া একই হাসপাতালের নাইট গার্ডের মা , আক্কেলপুরের মাতাপুর গ্রামের একজন এবং জয়পুরহাট সদরের দোগাছি পূর্ব পাড়া গ্রামের একজন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জয়পুরহাট জেলার কালাই উপজেলায় ২ করোনা রোগী শনাক্তের পর জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন জয়পুরহাট জেলাকে লকডাউন ঘোষনা করেন । এরপর বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে রবিবার (৫ মে) পর্যন্ত জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছিলো ৩৪ জন। বর্তমানে নতুন করে ৪ জন বেড়ে জেলায় মোট করোনা রোগী শনাক্ত হলো ৩৮ জন।
আনন্দবাজার/শাহী