সমগ্র বিশ্ব মহামারী রুপ ধারণ করা প্রাণঘাতি করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে কোন মানুষের অস্বাভাবিক মৃত্যু হলে ওই ব্যক্তির লাশ দাফন- কাফন করতে বর্তমানে তৈরী হয়ে থাকে নানা রকম প্রতিবন্ধকতা এবং প্রতিকূলতা। বিশেষ করে ওই মৃত ব্যক্তির প্রতিবেশী, নিকটাত্মীয় এবং নিজ পরিবারের লোকজন অনেকেই লাশ স্পর্শ করতে ভয় পান।
এই প্রতিকূল পরিস্থিতিতে, এ ধরণের মানবিক সমস্যা সমাধানে এগিয়ে এসেছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার ‘‘কাপাসিয়া কওমী পরিষদ’’।
এদিকে প্রাণঘাতি করোনার ভয়াল ছোবলে যখন মানবতা কঠিন পরীক্ষার মুখোমুখি করোনা এবং করোনা সন্দেহে মৃতের লাশ দাফন-কাফনের দায়িত্ব নিতে চাচ্ছে না কেউ। ঠিক তখনই মানবতার এক আলোকবর্তিকা হাতে সমগ্র কাপাসিয়া উপজেলাতে এ ধরণের যে কোন মৃত ব্যক্তির লাশ দাফনে স্বেচ্ছায় এগিয়ে এসেছে উলামায়ে কেরামদের সংগঠন ‘কাপাসিয়া কওমী পরিষদ’র সদস্য বৃন্দ।
করোনা অথবা করোনা সন্দেহে মৃত ব্যক্তির লাশ দাফনের পুরো কাজ সম্পাদনের জন্য স্বেচ্ছায় প্রস্তুত রয়েছে কাপাসিয়া কওমী পরিষদের ৪১ সদসস্যের একটি স্বেচ্ছাসেবী দল। এই কাজে সার্বিক সহায়তা এবং তত্তাবধান করছে তাকওয়া ফাউন্ডেশন।
এ বিষয়ে জানতে চাইলে কাপাসিয়া কওমী পরিষদের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন বলেন, আমাদের কওমী পরিষদের সদস্যরা স্বেচ্ছায় এগিয়ে এসেছে এই মহৎ কাজে। এই কাজে কোন সদস্যের অনিহা, পিছুটান নেই। কাপাসিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে আমাদের সংগঠনের সদস্য রয়েছেন।
কোন ব্যক্তি যদি করোনা বা করোনার উপসর্গ সন্দেহে মারা যায় তাহলে আমাদের সদস্যরা উপজেলা প্রশাসনের এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অনুমতি নিয়েই মৃত ব্যক্তিদের দাফন-কাফন করার জন্য প্রস্তুত আছেন।
তিনি আরো বলেন, যদি মৃত ব্যক্তিদের দাফন-কাফন করতে প্রয়োজন হয় অথবা উপজেলা প্রশাসন আমাদেরকে যদি ডাকে তাহলে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী দিয়েই আমাদেরকে পাঠাবে।
আনন্দবাজার/শাহী