মাদারীপুরে নির্মম ভাবে হত্যা করা হলো ১৬টি বানর। পৌরসভার চরমুগরিয়ায় মুক্ত পরিবেশে বিচরণ করা বিলুপ্তপ্রায় এই বানরগুলোকে হত্যা করা হয়েছে খাবারের সাথে বিষপ্রয়োগে। মঙ্গলবার বিকেলে দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটায়।
এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বন বিভাগ থেকে। দোষীদের বিচারের দাবিতে ফুঁসে উঠেছে স্থানীয় জনগণ।
জানা গেছে, আড়িয়াল খাঁ নদীবেষ্টিত মাদারীপুরের চরমুগরিয়া ছিলো বনজ ও ফলদ গাছে পূর্ণ অঞ্চল। মুক্তিযুদ্ধের আগে এ বনে ১০ হাজারের মতো বানর ছিল। জঙ্গল ও শত শত গাছ থাকায় বানরগুলোর অভয়াশ্রম ছিলো চরমুগরিয়ার পুরো এলাকাজুড়েই।এখনও আড়াই হাজারের মতো বানর আছে চরমুগরিয়ায়।
মঙ্গলবার বিকেলে বেশ কয়েকটি বানরের মুখ থেকে বিষাক্ত লালা পড়তে দেখা যায়। কয়েকটি বানর ততক্ষণে মারাও গেছে। বিষে কাতরাচ্ছিল কয়েকটি। মঙ্গলবার সন্ধ্যার দিকে ১২টি ও বুধবার সকালে আরও ৪টি বানর মারা যায়। পরে বানরগুলো সংগ্রহ করে মাটিচাপা দেয় স্থানীয়রা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে শুরু হয় নিন্দার ঝড়।
খাদ্য সংকটের কারণে বানরগুলো প্রায়ই বাসা বাড়িতে হানা দিত। এ কারণে কেউ বানরগুলো হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে এ ঘটনায় মাদারীপুর বন বিভাগ।
মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, বানর হত্যাকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার জন্য বন বিভাগকে অনুরোধ করা হয়েছে।
আনন্দবাজার/ডব্লিউ এস