ঢাকা | রবিবার
২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শরীয়তপুরে করোনায় নতুন আক্রান্ত ৮ জন

শরীয়তপুরে নতুন করে আরো ৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন নারী। ১০ থেকে ১৫ বছর বয়সের দুইজন, ৩০ থেকে ৩৫ বছর বয়সের মধ্যে তিনজন, ৪৫ থেকে ৬০ বছর বয়সের মধ্যে তিনজন।

প্রাপ্ত রিপোর্টের পরিপ্রেক্ষিতে বুধবার (৬ মে) সকাল ১২ টা ৩০ মিনিটে জরুরী প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত।

শরীয়তপুর সদরের পালং ইউনিয়নের  একজন এবং ডামুড্যা উপজেলার দারুল আমান ইউনিয়নের সাত জন্য নতুন করে আক্রান্ত হয়েছে।

এ পর্যন্ত শরীয়তপুর জেলায় মোট ৯৮৩ জনের নমুনা সংগৃহীত হয়েছে এবং ৮২১ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এ নিয়ে বর্তমানে শরীয়তপুর জেলায় কোভিড-১৯ রোগে আক্রান্ত রোগির সংখ্যা ৪৭ জন।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন