একদিনে দেশে সর্বোচ্চ ২৩৯ জন পুলিশ সদস্যের শরীরে প্রানঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে আজ। এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তর।
পুলিশ সদর দপ্তর থেকে জানা গেছে, এখন পর্যন্ত ১ হাজার ১৫৩ জন পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন। ৫ জন মারা গেছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫ জন। ১ হাজার ৬৩ জন আইসোলেশনে আছেন এবং কোয়ারেন্টিনে আছেন ১ হাজার ১৭৯ জন।
সোমবারের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে শুধু ঢাকা মহানগর পুলিশেই (ডিএমপি) শনাক্ত হয়েছেন ৪৪৯ জন।
আনন্দবাজার/এস.কে