লকডাউনের মধ্যে সদ্যোজাত শিশুকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার কারণে এক বাড়ির মালিক ভাড়াটিয়া দম্পতিকে ঘর থেকে তাড়িয়ে রাস্তায় নামালেন। আরেক স্বামী-স্ত্রী সেই অচেনা দম্পতিকেই রাস্তা থেকে তুলে নিজেদের ঘরে তুললেন। তারা আবারও সবাইকে জানান দিলেন করোনা আতঙ্কের মধ্যেও নিজেদের জীবনরক্ষার পাশাপাশি মানবতা রক্ষার যুদ্ধটাও সামনে দাঁড়িয়ে লড়া যায়।
ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের উলুবেড়িয়ার নোনা শিবতলায়। বৃহস্পতিবার রাতে জন্ম নেওয়া শিশুকন্যাকে নিয়ে রাস্তায় ঘুরে ঘুরে মাথা গোঁজার ঠাঁই খুঁজছিলেন খড়্গপুরের বেসরকারি সংস্থায় কর্মরত শঙ্খ হাইত ও তাঁর স্ত্রী শম্পা। কারণ ভাড়াবাড়ির মালিক জানিয়ে দিয়েছেন, বাড়ি ঢোকা যাবে না। এছাড়াও বলা হয়েছে ৩০ এপ্রিলের মধ্যে বাড়ি খালি না-করলে পানি আর বিদ্যুতের লাইন কেটে দেবেন।
শঙ্খদের ওই অবস্থায় রাস্তায় ঘুরতে দেখে কারণ জানতে চান স্থানীয় বাসিন্দা। পেশায় ব্যবসায়ী শমীক ভট্টাচার্য ও তার স্ত্রী অন্তরা তাদের পরিস্থিতি বুঝে তারা নিজেদের ফ্ল্যাটে ডেকে নেন ঘরহারা ওই পরিবারকে।
আনন্দবাজার/এস.কে