ঢাকা | শুক্রবার
২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

পঙ্গপাল ২৩টি দেশে হানা দিয়েছে

প্রানঘাতী করোনা ভাইরাসের সাথে বর্তমান বিশ্বে আতঙ্কের আরেকটি কারণ হয়ে উঠেছে পঙ্গপাল। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) জানিয়েছে, এ বসন্তে পূর্ব আফ্রিকা, ইয়েমেন ও দক্ষিণ ইরানে হানা দিয়েছে পঙ্গপাল। আফ্রো-এশীয় অঞ্চলের খাদ্য নিরাপত্তার জন্যও বড় হুমকি হয়ে উঠতে পারে পঙ্গপাল।

বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে থেকে জানা যায়, এই সালে মধ্যএপ্রিল পর্যন্ত পাকিস্তান ও তানজানিয়া সহ আরও ২৩ দেশে হানা দিয়ে ফসল নষ্ট করেছে পঙ্গপাল। এর মধ্যে ৩ দেশ দক্ষিণ এশিয়ার, ১১ দেশ উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের এবং ৯ দেশ পূর্ব আফ্রিকার।

পঙ্গপাল খুব দ্রুত চলাফেরা করে। প্রতিদিন ৯০ মাইল যেতে পারে। পঙ্গপাল চলার পথেই বংশবিস্তার করে। ধারণা করা হচ্ছে নিয়ন্ত্রণ করা না গেলে মরুর এ দলটি আগামী জুনের মধ্যে ৪০০ গুণ বড় হবে। সারাবিশ্বের ২০ শতাংশ কৃষিজমি ধ্বংস করে দিতে পারে এই দলটি।

ইথিওপিয়া সরকারের এক হিসাব থেকে জানা যায়, দেশটিতে পঙ্গপাল হানা দিয়ে ৩ লাখ ৫৬ হাজার মেট্রিক টন শস্য নষ্ট করেছে, ২ লাখ হেক্টর কৃষিজমি নষ্ট করেছে। যার ফলে দেশটির ১০ লাখেরও বেশি লোকের খাদ্য সহায়তার প্রয়োজন।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন