বৈশ্বিক এই মহামারি করোনা ভাইরাসে আক্রান্তের এই দুর্যোগ মুহুর্তে দেশের মানুষ না খেয়ে মারা যাবে না। আমাদের দেশে এই ছোবলের শুরু থেকেই সরকার অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন শুরু করেছে।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের পাশাপাশি আওয়ামীলীগের নেতাকর্মীরা গরিব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করে যাচ্ছে এবং এ করোনা ভাইরাস মোকাবেলায় এই খাদ্য সামগ্রী বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে। মন্ত্রী সোমবার দিনব্যাপী দূযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ে অর্থয়ানের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৯টি ইউনিয়নের ও একটি পৌরসভায় ১১ হাজার ৩০০ কর্মহীন ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কালে এসব কথা বলেছেন।
এ সময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা নিবার্হী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন, পৌরসভার মেয়র মজিবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান সেলিম আজাদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুরাদ কবীর, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহম্মেদ রেজা আল মামুন, ৯নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আহাদ আলী, আটাবহ ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি এম এ আলীম, আমিরুল ইসলাম লিংকন, ছাইদ সরকার সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আনন্দবাজার/শাহী




