ঢাকা | বুধবার
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে নতুন করে ২২ জন করোনা শনাক্ত

চট্টগ্রামে দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আজ আরও ২২ জনের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) গত ২৪ ঘণ্টায় ২৪৩ টি নমুনা পরীক্ষা করে ২২ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে।

এদের মধ্যে ১৬ জন চট্টগ্রামের বাসিন্দা, ৬ জন ভিন্ন জেলার।

এদের মধ্যে পটিয়া ১, বাশখালী ১, লোহাগড়া ১, দামপাড়া পুলিশ লাইন ২, উত্তর কাট্টলী ১, আকবরশাহ ১, হালিশহর বন্দর ২, এনায়েত বাজার ২, বড় কুমিরা ১,পাহাড়তলী ২, বিআইটিআইডি ১ সিএমএইচ ১ জন। বাকী ২২১টি নেগেটিভ।

আজ সোমবার (৪ মে) রাত সাড়ে ১০ টায় ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শেষে এই তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা করে ২২ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। এদের মধ্যে ১৬ জন চট্টগ্রাম জেলার এবং ৬ জন ভিন্ন জেলার বাসিন্দা।’

তিনি আরও বলেন, ‘১৬ জনের মধ্যে পুরনো রোগী আছে কিনা জানতে সময় লাগবে বলে জানান সিভিল সার্জন।’

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন