জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ছাত্র তৌহিদুল হত্যায় জড়িত আশিকুজ্জামানকে (২৭) পুলিশ গ্রেপ্তার করেছে।
ময়মনসিংহ নগরীর গোহাইলকান্দি (জামতলামোড়) এলাকার মৃত সোহেল মিয়ার ছেলে। খুনী আতিকুজ্জামান। জেলা পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, সোমবার (৪ই এপ্রিল) বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।
আকুয়া বোর্ড এলাকা থেকে রবিবার (৩ মে) বিকালে আশিকুজ্জামানকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে হত্যার সময় পরা রক্তমাখা প্যান্ট ও গেঞ্জি গাজীপুর শ্রীপুর এমসি বাজার থেকে উদ্ধার করা হয়। সোমবার (৪ মে) ভোররাতে আতিকুজ্জামাননের নিজ এলাকার ডোবা থেকে হত্যায় ব্যবহৃত রড উদ্ধার করা হয়।
মূলত মোবাইল ছিনতাই করতে গিয়ে তৌহিদুল আশিকুজ্জামানকে দেখে ফেলে, মোবাইল ছিনিয়ে নেয়ার সময় দুজনের জোড়াজুড়ি হলে আতিকুজ্জামান ঘরে থাকা লোহার রড দিয়ে তৌহিদের বুকে আঘাত করে পালিয়ে যায়, জেলা গোয়েন্দা ওসি শাহ কামাল এ কথা জানান। তৌহিদকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক ।
নিহত শিক্ষার্থী তৌহিদুল ইসলাম খান নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার রামেশ্বর গ্রামের সাইদুল ইসলাম খানের ছেলে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিবিএ শেষ বর্ষের ছাত্র তৌহিদ গত শুক্রবার দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হন।
আনন্দবাজার/শাহী