ঢাকা | রবিবার
১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শিশুর আকুতিতেও অসহায় করোনা আক্রান্ত মা!

শিশু সন্তান মাকে ডাকছেন মা সাড়া দিচ্ছেন না। শক্ত করে জানালার গ্রিল ধরে উঁকি-ঝুঁকি’ মেরে মাকে দেখার চেষ্টা করছে সন্তান, তবুও মা দেখা দিচ্ছেন না। কারনও সন্তানটির মা যে করোনায় আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। করোনা শিশুর আকুতির সামনেও অসহায় করে দিয়েছে মা’কে। 

করোনায় আক্রান্ত হওয়ায় এমনই আসহায় ভাবে দিন কাটাতে হচ্ছে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়াকে।

সারাদিন বাচ্চাটি মায়ের কাছে যেতে চাওয়া ছাড়া আর একটি কথাও বলে না। মাকে ডাকতে থাকে সারাদিন। পাশের কক্ষে মা থাকলেও একবার কোলে নিতে পাড়ছেন না অবুঝ শিশুটিকে। ছেলের কান্নাকে উপেক্ষা করে ঘরে দরজা বন্ধ করে থাকার যন্ত্রনা কেবল সেই মা জানেন।

তিনি লুকোচুরিও খেলছেন না আবার অভিমানও করেননি। ভবনের একটি কক্ষে বসে নীরবে কাঁদছেন করোনা আক্রান্ত মা। শিশু সন্তান দ্বিজরাজসহ পরিবারের সবার কাছ থেকে আলাদা রয়েছেন। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়ুয়ার দৈনিক জীবনযাপনের গল্প এখন এটি।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন