মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

সুদের টাকা দেরিতে পরিশোধে দিনমজুরকে পিঠিয়ে হত্যা

কক্সবাজারের কুতুবদিয়া সুদের টাকা দিতে দেরি হওয়ায় বজল করিম ( ৪৭) নামে এক দিনমজুরকে পিঠিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (৪ মে) সকালে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল হাটখোলা গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সৈয়দ আহমদের পুত্র বজল করিম (৪৭) তার চাচাতো ভাই সাহাব উদ্দিনের কাছ থেকে ৫ হাজার টাকা সুদে ধার নেন। সুদের টাকা দিতে দেরী হওয়ায় সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে উভয়পক্ষে কথাকাটাকাটি সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে বজল করিমের মাথায় প্রচন্ড লাঠির আঘাত হলে মাটিতে লুটিয়ে পড়ে। হাসপাতালে নেয়ার পর বজল করিম মারা যায়।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪জন। আহতরা হলেন, একই গ্রামের মোতালেবের পুত্র আলাউদ্দিন (২৩), সাহাব উদ্দিন(৩০), নিহতের স্ত্রী রহিমা বেগম (৩৫), বড় ভাই ফজল করিম(৬০)।

বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস। তিনি বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। সুদের টাকা আদায় নিয়ে খুনের ঘটনাটি সংঘটিত হয়েছে স্থানীয়রা আমাকে জানিয়েছেন।

আনন্দবাজার/শাহী

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  একনেকে  ৬৬৫১ কোটি টাকা ব্যয়ে ১০ প্রকল্প অনুমোদন

সংবাদটি শেয়ার করুন