ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাধারণ ছুটি বর্ধিত হলো ১৬ মে পর্যন্ত

দেশে করোনাভাইরাস সংক্রমণের পরিমাণ বেড়ে যাওয়ায় সাধারণ ছুটি আরও ১১ দিন বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (৪ মে) ছুটি বাড়ানোর এই প্রজ্ঞাপন জারি করে সরকার।

জরুরি সেবা দেয়া দফতরগুলোকে আওতার বাইরে রেখে বিভিন্ন নির্দেশনা মানা সাপেক্ষে আগামী ৬ থেকে ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে সাধারণ ছুটি।

প্রজ্ঞাপন জানানো হয়েছে, ১৬ মে পর্যন্ত থাকবে সাধারণ ছুটি। এর মধ্যে ৬ মে বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি, ৮ ও ৯ মে এবং ১৪ ও ১৫ মের সাপ্তাহিক ছুটির দিনগুলোও এর অন্তর্ভুক্ত করা হয়েছে।

দেশে করোনাভাইরা প্রতিরোধে প্রথম দফায় গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছিল সরকার। এরপর কয়েক ধফায় বাড়িয়ে ১৪ এপ্রিল, ২৫ এপ্রিল এবং ৫ মে পর্যন্ত করা হয়েছিল। সর্বশেষ তা ১৬ মে পর্যন্ত করা হলো।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন