করোনার পরিস্থিতিতেও থেমে নেই পদ্মা সেতুর নির্মাণ কাজ। আজ সোমবার বসানো হয়েছে সেতুর ২৯তম স্প্যানটি। এ স্প্যানটি বসানো হয় মাওয়া প্রান্তের সেতুর ১৯ ও ২০ নম্বর পিলারের ওপর। আর এতে দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৪ হাজার ৩৫০ মিটার।
রবিবার স্প্যানটিকে মুন্সিগঞ্জের লৌহজংয়ের মাওয়ার কাছে কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনে করে নিয়ে আসা হয় ১৯ ও ২০ নম্বর পিলারের কাছে। আজ সোমবার (৪ মে) স্প্যানটিকে পিলারের ওপর বসানো হয়। এ তথ্য নিশ্চিত করেছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের।
সেতুর ৪২টি স্প্যানের মধ্যে আজ ২৯তম স্প্যানটি বসলে আর বাকি থাকলো মাত্র ১২টি স্প্যান। সংশোধিত সিডিউল অনুযায়ী আগামী নভেম্বরের মধ্যে সব স্প্যান বসার কাজ শেষ হওয়ার কথা রয়েছে। তবে দায়িত্বশীল প্রকৌশলীরা মনে করছেন নির্ধারিত সময়ের আগেই আগস্টের মধ্যে সব স্প্যান বসানোর কাজ শেষ হবে।
এর আগে ১১ এপ্রিল বসানো হয়েছে পদ্মাসেতুর ২৮তম স্প্যান। ২১ ও ২০ নম্বর পিলারে বসানো হয় ২৮তম স্প্যানটি।
আনন্দবাজার/শহক