প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত চিকিৎসকের সংখ্যা দাঁড়ালো ৫৩৬ জনে।
এদিকে, সারাদেশে আক্রান্ত চিকিৎসকদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ৪০২ জন রাজধানীতে। তারা বিভিন্ন হাসপাতালে আক্রান্ত রোগীদের সুস্থ করতে গিয়ে এ ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন।
রোববার (৩রা মে) বেসরকারি সংগঠন ফাউন্ডেশন ‘ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজ’ (এফডিএসআর) থেকে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
পরিসংখ্যানে থেকে দেখা গেছে, ঢাকার পর সবচেয়ে বেশি চিকিৎসক আক্রান্ত হয়েছেন ময়মনসিংহ বিভাগে ৬১ জন। এছাড়াও সারা দেশব্যাপী বরিশাল বিভাগে নয়জন, চট্টগ্রামে ১৭ জন, সিলেটে ৭ জন, খুলনায় ৩০ জন, রংপুরে ৭ জন এবং রাজশাহী বিভাগে ৩ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭৭ জনে। একইসাথে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরো ৬৬৫ জন। এতে দেশে ভাইরাসটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল নয় হাজার ৪৫৫ জনে।
আশার আলো ছড়িয়ে এখন পর্যন্ত দেশে করোনাকে জয় করে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা এক হাজার ৬৩ জন।
আনন্দবাজার/শাহী