ঢাকা | রবিবার
১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারে হোটেল থেকে বিদেশীর লাশ উদ্ধার

পর্যটন নগরী কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে এক বিদেশীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩ মে) সন্ধ্যায় ‌কক্সবাজারে শহরের কলাতলীর ‘স্যুইট সাদাফ’ হোটেলের ৭০২ নং কক্ষ থেকে এই বিদেশির মরদেহ উদ্ধার করা হয়।
সে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত তুরুস্কের নাগরিক বলে জানাগেছে।তার নাম মিসোস ডুরাল বে (৫০)। তিনি দীর্ঘদিন ধরে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের ফিল্ড হসপিটালে আইটি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে তিনি স্ট্রোক করে মারা গিয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরবর্তী তদন্ত শেষে বিস্তারিত তুলে ধরা হবে।তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন