ঢাকা | সোমবার
১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

আরও ২১৩ ব্রিটিশ নাগরিক ঢাকা ছেড়েছেন

প্রানঘাতী করোনা ভাইরাস এর কারণে বাংলাদেশে ভ্রমণে এসে আটকা পড়া যুক্তরাজ্যের আরও ২১৩ জন নাগরিক বিশেষ একটি ফ্লাইটে ঢাকা ছেড়েছেন। আজকেরটি নিয়ে যুক্তরাজ্যের নাগরিকদের সাতটি বিশেষ ফ্লাইট ঢাকা ছেড়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকাস্থ যুক্তরাজ্যের দূতাবাসের এক কর্মকর্তা।

দূতাবাসের কর্মকর্তা বলেন, আজ একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে যুক্তরাজ্যের ২১৩ জন নাগরিক ঢাকা ছেড়েছেন। এর পূর্বে বিশেষ ফ্লাইটে এসব নাগরিকদের সিলেট থেকে ঢাকা ফিরিয়ে আনা হয়।

যুক্তরাজ্য তাদের নাগরিকদের দেশে ফেরাতে আরও ব্যবস্থা করেছে। ফ্লাইটগুলো যথাক্রমে ৫ এবং ৭ মে ঢাকা ছেড়ে যাবে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন