মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

শরীরে করোনা নিয়ে দিচ্ছিলেন করোনা রোগীর সেবা

নোয়খালীতে করোনা রোগীদের সেবা দিচ্ছিলেন করোনায় আক্রান্ত এক ওয়ার্ড বয়। হাসপাতালটি নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে গত বৃহস্পতিবার থেকে চালু হয়েছে। ওই দিন থেকেই হাসপাতালে রোগীর সেবা দিচ্ছিলেন ওই ওয়ার্ড বয়।

গতকাল শনিবার রাতে চট্টগ্রামের বিআইটিআইডি থেকে পাঠানো নমুনা পরীক্ষার ফলাফলে ওই ওয়ার্ড বয়ের (২৪) শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়।

করোনা শনাক্ত হওয়া এই ওয়ার্ড বয়ের কর্মস্থল ছিল নোয়খালীর হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। নোয়াখালীতে করোনা হাসপাতাল চালু হওয়ায় এই ওয়ার্ড বয় কে পাঠানো হয়েছিল। একই দিন হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আরেকজন আয়া (২৩) এবং সদর উপজেলার এক যুবকের (২৫) করোনা শনাক্ত হয়েছে।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, তারা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রায় সব কর্মীর নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠিয়েছিলেন। এর মধ্যে ওই ওয়ার্ড বয় ও আয়ার নমুনাও পাঠানো হয়। তবে তাদের কারও শরীরেই করোনার কোনো উপসর্গ ছিল না।

করোনা সংক্রমণের নমুনা সংগ্রহের পর ফলাফল জানার আগেই সন্দেহভাজন স্বাস্থ্যকর্মীকে কোভিড-১৯ হাসপাতালে সেবার দায়িত্ব দেওয়ার ব্যাপারে জেলার সিভিল সার্জন মোমিনুর রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাকে এ ব্যাপারে কিছু জানায়নি। তাছাড়া ওই স্বাস্থ্য কমপ্লেক্সের ঠিক কতজন কর্মীর নমুনা পাঠিয়েছিল, সেটিও তাকে সুনির্দিষ্টভাবে জানানো হয়নি।

আনন্দবাজার/এফআইবি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা বিএনপির

সংবাদটি শেয়ার করুন