ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

একদিনে করোনায় আক্রান্ত ৬৬৫ জন মৃত ২

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৬৬৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৫৫ জনে। এছাড়া এই সময়ে মারা গেছেন আরও ২ জন। করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৭৭ জনের।

আজ রবিবার (৩ মে ) স্বাস্থ্য অধিপ্তর-এর নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

 সারা দেশে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৬৩ জন। এদিকে একদিনে নমুনা পরীক্ষা হয়েছে ৫৩৬৮ জনের।

এর আগে গতকাল শনিবার দেশে ৫৫২ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্ত হয়ে মারা যায় ৫ জন। পরিসংখ্যানে দেখা গেছে ঢাকা শহরে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। বাংলাদেশে ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর ধাপে ধাপে বাড়তে আছে ভাইরাসটির সংক্রমণ।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন