মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকার বাতাস এখন আর ক্ষতিকর নয়

ঢাকায় করোনার কারণে মানুষ ঘরবন্দি থাকায় শহরের বাতাসে পাণ ফিরতে শুরু করেছে। ২৬ মার্চ সাধারণ ছুটি ঘোষণার দিন সকাল ১০টায় ঢাকার বাতাসের মান ছিল ১৪৪ পিএম২.৫। তার ৩৮ দিন পর অর্থাৎ আজ ৩ মে সকাল ১০টায় ঢাকায় বাতাসের মান ৮৫ পিএম২.৫। এ তথ্য ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র কনস্যুলেটের।

তাদের তথ্যানুযায়ী, এ সময় ঢাকার এই বাতাস গ্রহণযোগ্য এবং মানুষের জন্য ক্ষতি কর না। গত এক দশকে ঢাকায় বাতাসের মান সকাল ১০টায় ৮৫ পিএম২.৫ বা এত ভালো ছিল কি-না, তা গবেষণার বিষয়।

যুক্তরাষ্ট্র কনস্যুলেটের তথ্য অনুযায়ী, সবসময় প্রথম সারিতে থাকা ঢাকার বাতাসের মান আজ সকালে ৮৫ পিএম২.৫ নিয়ে ৩৮টি দেশের নিচে বা ৩৯তম স্থানে চলে আসে।

গড় বায়ুদূষণের ভিত্তিতে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু দেশের তালিকা তৈরি করে যুক্তরাষ্ট্রভিত্তিক আরেক প্রতিষ্ঠান আইকিউএয়ার। তাদের মতে, গড় বায়ুদূষণে এখনও বাংলাদেশ শীর্ষে। এখানে গড় বায়ুদূষণের হার ৮৩ দশমিক ৩০ পিএম২.৫। বাংলাদেশের অনেক কম বায়ুদূষণ ৬৫ দশমিক ৮১ পিএম২.৫ নিয়ে দ্বিতীয় স্থানে পাকিস্তান, ৬২ পিএম২.৫ নিয়ে তৃতীয় স্থানে মঙ্গোলিয়া। ৫৮ দশমিক ৮০ পিএম২.৫ নিয়ে চতুর্থ স্থানে আফগানিস্তান এবং ৫৮ দশমিক ০৮ পিএম২.৫ নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভারত।

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  এবার হজ করবেন ১০ হাজার হাজি

সংবাদটি শেয়ার করুন