প্রানঘাতী করোনা ভাইরাসের কারণে যাত্রীবাহী বিমান যোগাযোগ বন্ধ থাকায় বিশেষ ফ্লাইটে দেশে ফিরে গেলেন বাংলাদেশে আটকে পড়া ব্রিটিশ নাগরিকরা। শুক্রবার ব্রিটিশ এয়ারওয়েজের বিশেষ একটি ফ্লাইটে আরও ২২৪ জন নাগরিক ঢাকা ছেড়েছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এ এইচ এম তৌহিদ উল আহসান বলেন, ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইট শুক্রবার বিকাল ৩টা ৫৬ মিনিটে ২২৪ জন ব্রিটিশ নাগরিক নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে গেছে।
ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশনের ফেইসবুক পেজ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নাগরিকদের দেশে ফেরাতে যুক্তরাজ্য আরও তিনটি বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে। প্রথম ফ্লাইট টি ৩ মে, দ্বিতীয় ফ্লাইট টি ৫ মে এবং শেষ ফ্লাইট টি ৭ মে ঢাকা ছেড়ে যাবে। ৩ মের ফ্লাইটটি সরাসরি ঢাকা থেকে লন্ডনে নিয়ে যাবে যুক্তরাজ্যের নাগরিকদের। বাকী ফ্লাইট গুলো সিলেটে অবস্থানরত যুক্তরাজ্যের নাগরিকদের ঢাকা হয়ে লন্ডন নিয়ে যাবে।
আনন্দবাজার/এস.কে