করোনার কারণে ৬ষ্ঠ বারের মতো সরকারি ছুটির মেয়াদ বাড়ানো হচ্ছে। এবার আগামী ১৬ মে পর্যন্ত ছুটি বাড়ানো হচ্ছে। সরকারের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে তিনি নাম প্রকাশ করতে চাননি।আজ শনিবার (২রা এপ্রিল) দুপুরে ছুটির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে। এইদিকে আগের ঘোষণা অনুযায়ী ছুটি শেষ হচ্ছে মঙ্গলবার (৫ মে)।
ওই কর্মকর্তা বলেন, ‘ছুটি আগামী ১৫ মে পর্যন্ত বাড়ানো হচ্ছে। নির্দেশনা আগের মতোই থাকবে, তবে নতুন করে দু-একটি নির্দেশনা আসতে পারে। সেগুলো যখন প্রজ্ঞাপন হবে তখনই জানা যাবে।’
ছুটি বাড়ানোর প্রজ্ঞাপন রোববার (৩ মে) বিকেলে বা সোমবার (৪ মে) সকালের দিকে জারি হতে পারে বলেও জানান ওই কর্মকর্তা।
আনন্দবাজার/শহক