কক্সবাজারের টেকনাফে মুহুর্তেই বাগানের গাছের পাতা সাবাড় করে ফেলছেন পঙ্গপাল সদৃশ্য কিছু পোকা। পোকা গুলোকে পঙ্গপাল ভেবে আতংক ছড়িয়ে পড়েছে কৃষকদের মাঝে।
তবে পোকাগুলো পঙ্গপাল নয় বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। শুক্রবার (১ মে) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই পোকাগুলো পঙ্গপাল নয়। এ নিয়ে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
এ বিষয়েটি নিয়ে কৃষকদেন আতংকিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক কামাল হোসেন।তিনি বলেন, ইতোমধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কীটনাশক দিয়ে পোকাগুলো ধ্বংস করেছে। এই ধরণের পোকা স্থানীয়রা প্রতি বছর দেখতে পান বলে জানিয়েছেন।
জেলা প্রশাসক বলেন, ঘাসফড়িং এর মতে দেখতে পোকাটি প্রাথমিকভাবে ফসলের জন্য ক্ষতিকর নয় বলে মত দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপরন্তু বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের উচ্চ পর্যায়ের একদল বিজ্ঞানী সরেজমিন যাচাই করার জন্য ঢাকা থেকে টেকনাফের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। কৃষি মন্ত্রণালয় বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
আনন্দবাজার/শাহী