বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে, পিরোজপুরের নাজিরপুরে শামীম গাজী (৪০) নামে এক ওএমএস ডিলারকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। কারাদন্ডের পাশাপাশি ডিলারশীপ বাতিলসহ জামানত বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন নাজিরপুর উপজেলা ইউএনও অফিসার মোহাম্মদ ওবায়দুর রহমান।
নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের যুগিয়া গ্রামের মরহুম আব্দুস ছাত্তারের ছেলে শামীম গাজী। শামীম গাজী মালিখালী ইউনিয়নের ওএমএস ডিলার। ডিলারের বিরুদ্ধে খাদ্য বান্ধব চাল বিক্রির নানা অনিয়ম তুলে ধরে মালিখালী ইউনিয়নের ভুক্তভোগী কার্ডধারীরা গত বুধবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন।
বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মোহাম্মদ ওবায়দুর রহমান অভিযোগের সত্যতা পেয়ে ডিলার শামীম গাজীকে আটক করে এবং এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। অতপর নাজিরপুর থানা পুলিশের মাধ্যমে পিরোজপুর কারাগারে পাঠিয়ে দেয়া হয় ডিলার শামীম গাজীকে।
ইউএনও অফিসার বলেন, মহামারী করোনাভাইরাসে হতদরিদ্রদের জন্য উপজেলার ৯টি ইউপিতে খাদ্য বান্ধব কর্মসূচীর ১০ টাকা কেজি চাল বিক্রি হচ্ছে। কিন্তু মালিখালী ইউনিয়ন থেকে ভুক্তভোগীরা ডিলার শামীমের নানা অনিয়ম তুলে একটি লিখিত অভিযোগ করেন। তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ায় শামীম গাজীকে এক মাসের কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়াও তার ডিলারশীপ বাতিলসহ জামানত বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে।
আনন্দবাজার/শাহী