বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় অনাহার মোকাবিলায় ‘এসো সবাই’ ও ‘আমার ফুডে’র সামাজিক উদ্যোগ

নিম্ন আয়ের মানুষদের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংস্থা ‘এসো সবাই’ এবং অর্গানিক ফুড শপ ‘আমার ফুড’।  এই দুটি প্রতিষ্ঠান তাদের বাণিজ্যিক ও উৎপাদন এলাকার তথা উত্তরাঞ্চলের বেশ কিছু জেলার কৃষক-হতদরিদ্রদের যাতে খাদ্যাভাব না হয় সে জন্য প্রাথমিকভাবে প্রায় ১২শ জনকে খাদ্যদ্রব্য বিতরণ করেছে।

শুধু তাই নয়, বর্তমান এই পরিস্থিতিতে খাদ্যাভাবে থাকা পরিবার খুঁজে বের করে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে তারা। এ ধারাবাহিকতায় উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার দুইশ শিক্ষক পরিবারকেও খাদ্য সহায়তা দিবে প্রতিষ্ঠান দুটি।

আমার ফুড থেকে জানানো হয়, সংবেদনশীল এ সময়ে খাদ্য সহায়তা দিতে দরিদ্র পরিবারগুলোর পাশে থাকবেন তারা। সে লক্ষ্যে মাসব্যাপী দশ হাজার মানুষের নিরাপদ খাদ্য সরবরাহের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জরুরী প্রয়োজনে বাড়িতে বসেই তারা এ সমস্ত সহায়তা যাতে পেতে পারেন সে ব্যবস্থাও নেয়া হয়েছে।

আনন্দবাজার/এফআইবি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ১ অক্টোবর শুরু হচ্ছে আরবি ভাষা প্রশিক্ষণ

সংবাদটি শেয়ার করুন