ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গণস্বাস্থ্যের সহায়তায় মধুর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরন

সারাদেশ ব্যাপী চলছে মহামারি করোনার প্রকোপ। পটুয়াখালীর দশমিনা উপজেলায় প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে কর্মহীন হয়ে মানবেতর জীবন-যাপন করা প্রায় ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ঐক্যবদ্ধ ছাত্র সমাজ।

আজ বুধবার (২৯ এপ্রিল) দিনব্যাপী সংগঠনের অন্যতম নেতা মুহাম্মদ উল্লাহ মধু’র উদ্যোগে গণস্বাস্থ্যের সহায়তায় বিভিন্ন এলাকায় কর্মহীন অসহায় দিনমজুর, খেটে-খাওয়া ও হতদরিদ্র মানুষের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

 

বিতরণকৃত খাদ্য সামগ্রীর বস্তায় ছিলো চাল, ডাল, আলু, সাবান, আটা, তেল। যাতে করে প্রায় একটি পরিবার কমপক্ষে ১৫ দিন ঠিক ভাবে খেয়ে চলতে পারবে।

কষ্টে দিনাতিপাত করা দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়ন, আলিপুরা ইউনিয়নসহ পার্শ্ববর্তী এলাকায় প্রায় ২০০ পরিবারের মাঝে এই কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি।

উল্লেখ্য, খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম নোমান, রাকিবুল ইসলাম রাকিব ও রিয়াদ হোসেনসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন